জাতীয় ভোটার দিবসে র‌্যালী ও আলোচনা সভা

5
সিলেটে জাতীয় ভোটার দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

‘ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ নেব’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস-২০২০। সোমবার (২ মার্চ) ভোটার দিবস উপলক্ষে সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একজন নতুন ভোটারকে স্মার্ট কার্ড প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। বক্তব্যের শুরুতে প্রধান অতিথি সবাইকে মুজিববর্ষের শুভেচ্ছা জানান।
সিলেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম বার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল আলম।
জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এসএম আসাদুজ্জামান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আপ্তাব চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শাহ আলম, গীতা পাঠ করেন শ্রীহট্ট ভাগবত সংঘের সভাপতি মানিক চন্দ্র সোম, বাইবেল পাঠ করেন ফাদার ভিকন নিঝুম সাংমা, ত্রিপিটক পাঠ করেন শাবিপ্রবি শিক্ষার্থী অর্নেজ চাকমা। বিজ্ঞপ্তি