সকল শিশুর এমআর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে হবে – জেলা প্রশাসক

5

সারা দেশের ন্যায় সিলেটেও আগামী ১৮ মার্চ শুরু হচ্ছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০। ‘আয় আয় সোনামণি, টিকা নিয়ে যা’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিতব্য তিন সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইন শেষ হবে এপ্রিলের ১১ তারিখে। টিকাদান ক্যাম্পেইন সফলের লক্ষ্যে গতকাল দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় হাম রুবেলা ক্যাম্পেইন জেলা এডভোকেসি সভা। সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং ইউনিসেফ, গ্যাভি ও ডব্লিউএইচও -এর সহযোগিতায় সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. নূরে আলম শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এম. কাজী এমদাদুল হক হাম-রুবেলা প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করে বলেন, হাম এবং রুবেলা ভাইরাসজনিত দুটি মারাত্মক সংক্রামক রোগ। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন একটি শিশুও হাম-রুবেলা টিকা গ্রহন থেকে বাদ না পড়ে। শিশু টিকা গ্রহণ থেকে বাদ পড়লে তার পাশাপাশি অন্য শিশুরাও হাম-রুবেলার ঝুঁকিমুক্ত থাকবে না। তাই এই ক্যাম্পেইন সফল করতে সকল শিশুর এমআর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। আমাদের প্রত্যাশা টিকাদানের মাধ্যমে ২০২২ সালের মধ্যে বাংলাদেশকে হাম রুবেলা মুক্ত করা।
টিকাদান ক্যাম্পেইনের প্রেজেন্টেশন তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আমজাদ হোসেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা হাবিব আহমদ শিহাব। বিজ্ঞপ্তি