জুড়ীর ফুলতলা সীমান্তে ৩ চোরাকারবারী আটক

5

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা রাজকী ৫২ ব্যাটালিয়ানের একদল টহল রত বিজিবি সদস্যেদের অভিযানে ১৮৩১নং মেইন পিলার মধুর ঘাট সংলগ্ন এলাকা থেকে ৩ চোরা কারবারীকে আটক করা হয়েছে। জানা যায়, গত শুক্রবার গভীর রাত গোপন সংবাদের ভিত্তিতে রাজকী ক্যাম্পের হাবিলদার মতিউর রহমানের নেতৃত্বে টহল রত বিজিবি সদস্যরা একটি মোটর সাইকেল তার কাটার একটি কাটার ভারতীয় একটি সিম কার্ড সহ পূর্ব বটুলী গ্রামের মালিক মিয়ার পুত্র তাজুল মিয়া (২৫) মনোহর আলীর পুত্র করিম মিয়া (৩০) ও আব্দুল হকের পুত্র মুনিম মিয়া (২২ কে আটক করে জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে। নায়েক সুবেদার ছালেক উদ্দিন জানান দীর্ঘদিন থেকে ফুলতলা ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকায় তারা বেড়া কেটে ভারত থেকে গরু ইয়াবা ফেনসিডিল সহ এই তিন জনের সাথে আরও অনেকে সীমান্ত অপরাধী চক্রের সাথে জড়িত রয়েছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ জাংগীর হোসেন সরদার জানান, সীমান্ত অপরাধ মামলায় ৩ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।