বিজিবি-বিএসএফ সম্মেলন শেষে কর্মকর্তারা ॥ সীমান্তে হত্যা বন্ধে একসঙ্গে কাজ করছে দুই দেশ

2

স্টাফ রিপোর্টার :
সীমান্তে হত্যাকাণ্ড ও চোরাচালান বন্ধে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সেই সঙ্গে মাদক-অস্ত্রপাচার রোধে সম্মিলিতভাবে কাজ করছে দুই দেশের বাহিনী। গতকাল রবিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে বিজিবি ও বিএসএফের সম্মেলন শেষে এসব কথা জানান দুই বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বিজিবির সরাইল, চট্টগ্রাম ও কক্সবাজারের রিজিয়ন কমান্ডার এবং বিএসএফের মেঘালয়, মিজোরাম, কাছার, গৌহাটি ও ত্রিপুরা ফ্র্রন্টিয়ারের আইজি পর্যায়ের আঞ্চলিক সীমান্ত সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
সম্মেলন শেষে দুই বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বাংলাদেশ-ভারত সীমান্তে উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিজিবি ও বিএসএফ আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে। ৪ দিনব্যাপী সম্মেলনে ভারতীয় ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিজোরাম এবং কাছার ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল ড. প্রফুল্ল কুমার রৌশান, আইপিএস-পিএমএমএস। এবং বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।