চট্টগ্রাম সমিতির মেজবান ও মিলনমেলায় বিচারপতি হাসান আরিফ ॥ ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে দেশকে এগিয়ে নিতে হবে

10
চট্টগ্রাম সমিতি সিলেটের মেজবান ও মিলন মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি শেখ হাসান আরিফ বলেছেন, সুখী-সমৃদ্ধশালী দেশ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি সমিতির সদস্যবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে সমাজ সেবায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি গতকাল ২৮ ফেব্র“য়ারি শুক্রবার বিকালে মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে চট্টগ্রাম সমিতি সিলেটের উদ্যোগে মেজবান ও মিলনমেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সিলেটে অবস্থানরত চট্টগ্রামবাসীদের মোবারকবাদ জানিয়ে বলেন, এ ধরনের মিলনমেলা আমাদের সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করে। তিনি আগামীতেও এ ধরনের কর্মসূচি গ্রহণের আহবান জানান।
চট্টগ্রাম সমিতি সিলেটের সভাপতি প্রকৌশলী জসিম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের সাবেক সহকারী এটর্নী জেনারেল এডভোকেট এম মাসুদ আলম চৌধুরী, সিলেটের যুগ্ম মহানগর দায়রা জজ মোঃ ইয়াসির আরাফাত, বাংলাদেশ ব্যাংক সিলেটের ডিজিএম একরামুল হক, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মোতালেব, বিমান শ্রমিকলীগের সভাপতি দিদারুল আলম চৌধুরী, ফুলকলির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম, মধুবনের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম প্রমুখ।
সমিতির সাংগঠনিক সম্পাদক খোরশেদ বিন ইসহাক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট বিশ^নাথ ঘোষ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট কুতুব উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে সমিতির সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও বৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সমিতি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এর আগে দুপুর ১২ টায় নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে বেলুন উড়িয়ে চট্টগ্রাম সমিতি আয়োজিত মেজবান ও মিলনমেলা-২০২০ এর উদ্বোধন করেন প্রধান অতিথি বিচারপতি শেখ হাসান আরিফ। মেজবান ও মিলনমেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আমিরুল ইসলাম, মহানগর দায়রা জজ মোঃ আব্দুর রহিম, চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আবুল কাশেম, যুগ্ম জেলা জজ মোঃ মাসুদ পারভেজ, সিনিয়র সহকারী জজ মিথিলা ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লালা মেহের বানু, সহকারী জজ ওলিউল্লাহ, সিলেটের সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, ১৭ পদাতিক ডিভিশনের কর্নেল মিজানুর রহমান মিজান, লেঃ কর্নেল মিনহাজ, মেজর আজাদ, মেজর আহাদ, সমিতির সহ সভাপতি রফিকুল আলম, খালেকুজ্জামান, সহ সাধারণ সম্পাদক হাফিজ সালাউদ্দিন কামাল, সাংস্কৃতিক সম্পাদক নিশুতোষ বড়ুয়া, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, ধর্ম সম্পাদক নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক বাবুল কান্তি দাস, মহিলা সম্পাদিকা সোনালী দাস, সদস্য জ্যোতিমিত্র বড়ুয়া, সাইফুদ্দিন চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে মেজবান ও মিলনমেলা উপলক্ষে নিউজিল্যান্ড ডেইরীর সহযোগিতায় আগ্রা কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে দিনব্যাপী হাড়ক্ষয় রোগের ফ্রি চেকআপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সফল হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন মেজবান ও মিলনমেলা উদযাপন কমিটির আহবায়ক হাফিজ সালাউদ্দিন কামাল ও সদস্য সচিব মোঃ শামসুদ্দিন। বিজ্ঞপ্তি