শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব উপলক্ষ রামকৃষ্ণ মিশন আশ্রমে বক্তারা ॥ নারীত্ব ও মাতৃত্বের সার্বজনীনতা শ্রীমা সারদাকে জগজ্জননীর আসনে বসিয়েছে

18

শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৫তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমে ৪ দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার ২য় দিন গতকাল ২৬ ফেব্র“য়ারি বুধবার সন্ধ্যা ৬টায় ‘মহিয়সী নারী শ্রীমা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ এর স্বাগত বক্তব্যের মধ্যে সূচিত অনুষ্ঠানে উপাধ্যক্ষ (অব.) সুষেন্দ্র কুমার পালের সভাপতিত্বে ও সুস্মিতা চৌধুরী শাওনের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তারা বলেন, নারী জাগরণ মূল লক্ষ্য হচ্ছে সচেতনতা। পুরুষ জাগরণের পাশাপাশি নারী জাগরণ ঘটাতে হবে। নারীর মধ্যে নারীর জাগরণ নিহত। শ্রীমা সারদা বিবেকানন্দের ধ্র“বমন্দির শক্তি, প্রেরণা, আশা-আকাংখা, আশ্রয়-বিশ্বাসের উৎসস্থল। স্বামীজি এই সত্য বুঝেছিলেন গভীর ভাবে, নিঃসংশয়ে। নারীত্ব ও মাতৃত্বের সার্বজনীনতা শ্রীমা সারদাকে জগজ্জননীর আসনে বসিয়েছে। তাই তো শ্রীমা বলেছেন, যদি শান্তি চাও, অন্যের দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। জগতের কেউ পর নয়, জগৎ আপনার। শ্রীমার শক্তি আমাদের চালিকা শক্তি।
আলোচনায় অংশ গ্রহণ করেন মদনমোহন সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সর্ব্বানী অর্জুন, শ্রীমা সারদা সংঘ সিলেটের সম্পাদিকা বীথিকা দত্ত, অশোক রঞ্জন চৌধুরী, স্বামী হরিদাসানন্দ। ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট রামকৃষ্ণ মিশন পরিচালনা কমিটির সদস্য বীরেন্দ্র সূত্রধর।
পরে রাত ৮টায় বিশেষ সঙ্গীতানুষ্ঠানে অংশ গ্রহণ করেন অজন্তা চক্রবর্ত্তী, প্রণতি ভট্টাচর্য্য, সুমনা আজিজ, মুন্না দত্ত, ডাঃ শতাব্দী চৌধুরী ও সোনিয়া রায় প্রমুখ।
এর আগে দ্বিতীয় দিন ২৬ ফেব্র“য়ারি বুধবার সকাল সাড়ে ১০টায় রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র, দক্ষিণ সুরমার পরিবেশনায় সঙ্গীতাঞ্জলি। দুপুর সাড়ে ১২টায় কবিরতœ মণিনাথ কৃষ্ণাল বাহুবল হবিগঞ্জের পরিবেশনায় পদাবলী কীর্তন। বিকাল ৪টায় অমিত ব্রহ্ম সিলেটের পরিচালনায় তবলা লহরা, বিকাল ৫টায় অনিমেষ বিজয় চৌধুরী সিলেটের পরিচালনায় গীতি আালেখ্য।
আজ ২৭ ফেব্র“য়ারি বৃহস্পতিবার উৎসবের তৃতীয় দিন সকাল সাড়ে ১০টায় ডাঃ দীপিকা চক্রবর্ত্তী ও মৌসুমী পুরকায়স্থ এর যৌথ পরিচালনায় গীতি আলেখ্য। বেলা সাড়ে ১১টায় প্রদীপ দে বটেশ^র সিলেটের পরিচালনায় কালী কীর্ত্তন, দুপুর ১টায় কবিরতœ মণিনাথ কৃষ্ণাল বাহুবল হবিগঞ্জের পরিবেশনায় পদাবলী কীর্তন। বিকাল ৪টায় শ্রীমা সারদা সংঘ সিলেটের পরিবেশনায় গীতি আলেখ্য। বিকার ৫টায় পূর্ণিমা দত্ত রায় সিলেটের পরিবেশনায় ভজন সঙ্গীত।
অধ্যাপক বিজিত কুমার দে’র সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় ‘স্বামীজীর সমাজ ভাবনা’ শীর্ষক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি থাকবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড়, ভারতের সিনিয়র ট্রাস্টী ও অছি পরিষদ সদস্য শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজ। বিশেষ অতিথি থাকবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড়, ভারতের সিনিয়র ট্রাস্টী ও অছি পরিষদ সদস্য শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ। আলোচনায় অংশ গ্রহণ করবেন এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, এডভোকেট বিজয়কৃষ্ণ বিশ^াস, স্বামী বিষ্ণুকৃপানন্দ।
রাত ৮টায় বিশেষ সঙ্গীতানুষ্ঠানে অংশ গ্রহণ করবেন হিমাংশু বিশ^াস, রানা কুমার সিনহা, বিজন রায়, প্রতীক এন্দ, অনুরাগ দাস, অশোক আচার্য্য ও অর্ণব কান্তি সিংহ প্রমুখ। বিজ্ঞপ্তি