জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে সবাইকে কুরআনের আদর্শ অনুসরণ করতে হবে – মুফতি আমির হামজা

10

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি আমির হামজা বলেন জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে কুরআনের আদর্শ অনুসরণ করা।
তিনি আরো বলেন কুরআনের সঠিক তথ্য তুলে ধরতে গেলে প্রচলিত অনেক নিয়ম এর বাহিরে চলে যাবে। যাদের নিয়মনীতির সাথে কুরআনের এই সঠিক নিয়মনীতি মিলবে না তারা কখনো আপনাকে ভালবাসবেনা। তিনি ২২ ফেব্র“য়ারী শনিবার সকাল ১১টায় ছাতকের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আলীগঞ্জের উদ্যোগে ২২তম তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির তাফসীর পেশ কালে উপরোক্ত কথা গুলো বলেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা তাফসির মাহফিলের পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন, ইসকপের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজসেবী উবায়দুল হক শাহীন, মাওলানা মাহমুদুল হাসান পীর, ডা. শাহ সৈয়দুর রহমান, আবুল বশর, আরশ আলী, ক্বারী ফারুক আহমদ, হাবিবুর রহমান হবি ও নুরুল গণি এবং মাহফিল পরিচালনা করেন ইসকপের মুহাম্মদ সুজন মিয়া, সেলিম উদ্দিন, হাফিজ আবু সুফিয়ান ত্বোহা।
অন্যদের মধ্যে তাফসির পেশ করেন, সিলেটের মুফতি মাওলানা আলী হায়দার, চুয়াডাঙ্গার মাওলানা হোসাইন আহমদ মাহফুজ, ছাতকের হাফিজ মাওলানা আলী ওয়াক্কাস, জগন্নাথপুরের মাওলানা হোসাইন আহমদ, গোলাপগঞ্জের মাওলানা আশরাফ উদ্দিন, মাওলানা আলী নুর আহমদ, মাওলানা আমিনুল হক রাহি প্রমুখ। মাহফিলে ইসলামি সংগীত পরিবেশন করেন ঢাকার প্রখ্যাত ইসলামী সংগীত শিল্পী নিয়ামত উল্লাহ নিজামী, তানভীর আহমদ হাজারী ও জুবায়ের আহমদ হাজারী।
এসময় প্রবীণ আলেম মাওলানা জালাল উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কদ্দুস, এড. রেজাউল করীম তালুকদার, প্রিন্সিপাল গোলাম আজম, এড. আজিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ, উপাধ্যক্ষ মাওলানা আকবর আলী, মাওলানা সৈয়দ মনসুর আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, ডা. আব্দুল করিম, ডা. সুহেল মিয়া, মাসুম আহমদ মেম্বার, বাবুল মিয়া মেম্বার, সাজুর আলী মেম্বার, আলহাজ্ব মাসুক মিয়া, আলহাজ্ব আতিকুর আহমদ, আবুল লেইচ, মানিক মিয়া হাজারী, আবুল বশর, ইসকপের সাবেক সভাপতি নুর আহমদ হিরন, আলী হোসেন, মুসলিম আলীসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি