স্কাউটের গুণাবলী অর্জন করতে হলে প্রশিক্ষণ কার্যক্রমকে আরো তরান্বিত করতে হবে – আলহাজ্ব মঈনুল ইসলাম

8

তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মঈনুল ইসলাম বলেছেন, স্কাউটের গুণাবলী অর্জন করতে হলে প্রশিক্ষণ কার্যক্রমকে আরো তরান্বিত করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে স্কাউট আন্দোলনের বিকল্প নেই। আগামী সুখী সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার্থীদের সু-শিক্ষা অর্জন করতে হবে।
তিনি গত ২২ ফেব্র“য়ারী শনিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে বিপি দিবস, ওয়ান ডে ক্যাম্প, স্কাউট সপ্তাহ পালন ২০২০ ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা স্কাউটস সহ সভাপতি ও সিরাজ উদ্দিন আহমদ একাডেমির প্রধান শিক্ষক বেলাল আহমদ এর সভাপতিত্বে ও সহযোগী সদস্য সোহেল মিয়া’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্কাউটস সম্পাদক মোঃ মকব্বির আলী, উপজেলা স্কাউটস কোষাধ্যক্ষ ও বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, সহকারী কমিশনার ও বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, বাংলাদেশ শিক্ষক সমিতির দক্ষিণ সুরমা উপজেলার সচিব গোলাম মোস্তফা, হযরত চাঁন্দে আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আকবর আলী মেম্বার, মঈনুদ্দিন।
বক্তব্য রাখেন স্কাউটস লিডার আক্তার হোসেন, উপজেলা স্কাউটস ভারপ্রাপ্ত সম্পাদক মিলন কুমার সিংহ, মোয়াজ্জিম হোসেন, নুরুল ইসলাম, দুদু মিয়া, আল মেহদী তালুকদার, শিক্ষক সাজিয়া খানম, শিপন রুদ্র পাল, রাবিয়া বেগম, ওয়ারিছ আলী ও সোহেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি