বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার শতবর্ষ উদযাপন ২০ ফেব্রুয়ারী

10
বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসা।

দিন-মাস-বছর-যুগ-অর্ধ শতাব্ধির সীমানা গড়িয়ে শতবর্ষে পদার্পণ করছে বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে, সুরমা-কুশিয়ারার বাহুডোরে আবদ্ধ জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহ দ্বীনি প্রতিষ্ঠান ‘বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদরাসা’। দ্বীনি এ প্রতিষ্ঠানের শেকড় যাত্রা শুরু হয়েছিল হযরত শাহজালাল (রহ.) বুযুর্গ হযরত আলা বখশ (র.) ধারাবাহিক উত্তরসূরী হযরত মাওলানা ফাতির আলী (র.) উদ্যোগে। শ্যামল সবুজ নির্ভৃত পল্লীতে ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৯২০ সালে প্রজ্জ্বলিত হয়েছিল এই দ্বীনী মশাল। এই মশালের আলোকে আজঅবধি তৈরী হচ্ছেন দ্বীনের পথের অগুনতি দাঈ। তাদের প্রজ্জ্বলিত দ্বীনি শিক্ষায় সিক্ত হচ্ছেন সাধারন ধর্মপ্রাণ মানুষ। ঐতিহ্যের দ্বীনি স্মারক এ প্রতিষ্ঠানের শর্তবর্ষ উদ্যাপন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বইছে সাবেক ও বর্তমান ছাত্র সহ সংশ্লিষ্টদের মধ্যে। তারা ইতিহাসের পাতায় মাদরাসার রূপ-রস রাংগিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অফুরন্ত। এ মাদরাসার শিক্ষা জীবন পার করে দেশ ও দেশের বাইরে দ্বীনি খেদমতে নিয়োজিত রয়েছেন অসংখ্যজন। তাদের মিলনমেলায় বাড়তি আকর্ষণ ছড়াবে শতবর্ষী অনুষ্ঠানটি। এদিকে, সমৃদ্ধ একটি স্মারক প্রকাশনা উদ্যোগে গ্রহন করা হয়েছে। স্মারকে বাণী প্রদান করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্র, একাধিক মন্ত্রী সহ দেশের গণ্যমান্য শিক্ষাবিদ ও শিক্ষানুরাগীরা। শর্তবর্ষী অনুষ্ঠানে অতিথির তালিকায় রয়েছেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বন ও পরিবেশ মন্ত্রী সাহাব উদ্দিন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট বিভাগের একাধিক এমপি সহ বিশিষ্টজন। এছড়া উপস্থিত থাকবেন মিশরের ইসলামিক ব্যক্তিত্ব ড. মোহাম্মদ ইয়াহইয়া আল কিত্তানী আল আজহার, ভারতের উজানডীহির পীর সাহেব সৈয়দ মুস্তাক আল মাদানী ও জুনায়েদ আল মাদানী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আহসান উল্লাহ আল মাদানীসহ দেশ-বিদেশের প্রখ্যাতো আলিম-উলামা, পীর-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ-শিক্ষাবিদ ও দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে যানিয়েছেন শতবর্ষপূর্তি অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতিলী। বিজ্ঞপ্তি