সুনামগঞ্জে আজ মঞ্চস্থ হবে নবশিখার কবর

11

আজ মঙ্গলবার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে নবশিখা নাট্যদল, সিলেট’র নাটক ‘কবর’। কালজয়ী নাট্যকার মুনির চৌধুরী রচিত ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে নির্মিত এ নাটকের এটি ১০ তম প্রদর্শনী করবে দলটি। নবশিখা নাট্যদল ছাড়াও এ উৎসবে নাটক মঞ্চস্থ করবে বন্ধন থিয়েটার সুনামগঞ্জ ও দেশ নাট্যগোষ্ঠী শায়েস্তাগঞ্জ।
বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশন আয়োজিত জাতীয় নাট্য উৎসবের অংশ হিসেবে সুনামগঞ্জে ৩ দিনব্যাপী নাট্য প্রদর্শনীর প্রথম দিন মঙ্গলবার (১৮ ফেব্র“য়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় নাটকটি মঞ্চায়ন করা হবে। নবশিখা নাট্যদলের পরিবেশনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন ফরিদুল ফারদিন। আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুদীপ চক্রবর্তী।
নাটকটিতে অভিনয় করেছেন- আব্দুর রাজ্জাক খান, রকিবুল হাসান রুমন, ধ্রুবজ্যোতি দে, শাহ শরীফ উদ্দিন, শাকিল আহমদ সোহাগ, রাজীব দাশ, শংকর দেবনাথ, তন্ময় নাথ তনু, এ.টি.এম. শামসুল হাসান বাবর, হাসান, তামজিদ, শরীফ-২,অর্ণব, নদী, এনামুল সাজ্জাদ, নাঈম, প্রান্ত, তন্ময় বণিক, হৃদয়, অলক, রাহেল, মাহাদী, লিয়ন, হায়দার, প্রিয়াংকা, মৌসুমী, নিপা, সিথী, সিমলা, সুমি, লিমা, সোনিয়া, রুহেনা খানম মুক্তা, তাহমিনা, সুমিতা, মুক্তা, সুমি, আনহার, অর্ণা, জয়, হেপি রাণী নাথ, সুমন, রোকসানা, নুপূর, শংকর, সন্দীপ, শতাব্দী, হাসিব, অর্জুন, অর্পা, কামরুল, অপূর্ব।
নাতোকে সহকারী নিদের্শক হিসেবে আছেন ধ্র“বজ্যোতি দে। রূপসজ্জা সুমন রায়, শাকিল আহমদ সোহাগ প্রযোজনা অধিকর্তা রকিবুল হাসান রুমন, আব্দুর রাজ্জাক খান। সহ-প্রযোজনা অধিকর্তা তন্ময় নাথ তনু, রাজীব দাশ।
পোষাক পরিকল্পনা ফরিদুল ফারদিন, মৌসুমী চৌধুরী মৌ। আলোক পরিকল্পনা তৌফিক আজীম রবিন (প্রাঙ্গণেমোর, ঢাকা), হুমায়ুন করিব জুয়েল। আলোক নির্দেশনা ধ্রুবজ্যোতি দে। আলোক প্রক্ষেপণ বদরুল আলম। বিজ্ঞপ্তি