ভাষাসৈনিক পীর হবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

10

উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য পীর হবিবুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পীর হবিবুর রহমানের পরিবার ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে গতকাল রবিবার দিনভর নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জিয়ারত, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল ও শিরণি বিতরণ।
পীর হবিবুর রহমানের গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার বাগরখলায় আয়োজিত এসব কর্মসূচিতে সিলেটের রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও তার শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার আরশ আলী, সিলেট জেলা সভাপতি মো. আরিফ মিয়া, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি মাসুম আহমদ, প্রকৌশলী আইয়ূব আলী, মুক্তিযাদ্ধা মনির উদ্দিন চৌধুরী, পীর হবিবুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, ফুলর আহমদ, সৈয়দ আজিজুর রহমান, সৈয়দ হামিদুর রহমান, শাহ সানুর আহমদ, ডা. সুভাষ, আব্দুল মালিক, মেহেদী হাসান, বাবুল মিয়া, নঈম উল্লাহ ও দুলাল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি