উহান ফেরত ৩১২ জনকে ১১ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ

9

কাজিরবাজার ডেস্ক :
কোয়ারেন্টাইনে থাকা উহান ফেরত ৩১২ জনকে নিজেদের বাড়িতে যাওয়ার পরও আরও ১০ দিন সীমিত চলাচল এবং নিজেদের স্বাস্থ্য পরিস্থিতি অবহিত করতে পরামর্শ দিয়েছে আইইডিসিআর। কোয়ারেন্টাইন শেষে তারা নিজ নিজ বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে করণীয় সম্পর্কে তাদের ১১ নির্দেশনাও দেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক তিন রোগীর নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। এ পর্যন্ত ৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং সেখানে কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রবিবার আইইডিসিআর মিলনায়তনে অনুষ্ঠিত নিয়মিত অবহিতকরণ সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সাব্রিনা ফ্লোরা সাংবাদিকদের এসব তথ্য জানান।
উহান ফেরত ৩১২ জনের সবাই সুস্থ আছেন জানিয়ে অধ্যাপক ডাঃ সাব্রিনা ফ্লোরা বলেন, উহান ফেরতদের কোয়ারেন্টাইনের ১৪ দিন শনিবার শেষ হয়েছে। তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা শেষে কারও মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। কোয়ারেন্টাইন পরবর্তী আরও ১০ দিন ৩১২ জনকে সীমিত চলাচল ও নিজেদের স্বাস্থ্য পরিস্থিতি অবহিত করতে আইইডিসিআরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেয়া হয়েছে। তাদের প্রতি বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। সেগুলো হলো- কোয়ারেন্টাইন থেকে বাসায় যাবার পথে গাড়িতে মাস্ক পরবেন। যে যানবাহনে (বাস/ ট্রেন/ লঞ্চ/ বিমান) করে বাড়ি যাবেন তার নাম, নম্বর, যাত্রার সময় আইইডিসিআর-এ জানাবেন। যে বাসায় অবস্থান করবেন, খুব জরুরী না হলে সে বাসা বদল করবেন না। যথাসম্ভব জনসমাগম এড়িয়ে চলবেন, বাসার বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করবেন। নিয়মিত সাবান ও পানি দিয়ে দুই হাত ধোবেন (অন্তত ২০ সেকেন্ড )। অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না। কাশি শিষ্টাচার মেনে চলবেন (হাঁচি/ কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন)। অসুস্থ পশু/ পাখির সংস্পর্শ পরিহার করবেন। মাছ-মাংস-ডিম ভালভাবে রান্না করে খাবেন।
শারীরিক অসুস্থতা (জ্বর, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি) দেখা দিলে করণীয় সম্পর্কে ডাঃ ফ্লোরা বলেন, আইইডিসিআর হটলাইন নম্বরে যোগাযোগ করবেন এবং পরবর্তী করণীয় জেনে নেবেন। মৃদু অসুস্থতার ক্ষেত্রে নিজ ঘরে অবস্থান করবেন, নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করবেন। পরিবারের সদস্যদের মধ্যে শুধুমাত্র নির্দিষ্ট একজন রোগীর সেবা করবেন। তিনি মাস্ক ব্যবহার করবেন ও প্রতিবার রোগীর সংস্পর্শে আসার পর মাস্কটি ঢাকনা যুক্ত বিনে ফেলবেন এবং সাবান-পানি দিয়ে দুই হাত ধুয়ে ফেলবেন (অন্তত ২০ সেকেন্ড )।
সিঙ্গাপুর পরিস্থিতি
সিঙ্গাপুর পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলনে অধ্যাপক ডাঃ সাব্রিনা ফ্লোরা সাংবাদিকদের বলেন, সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস থেকে প্রেরিত সর্বশেষ খবরে আমরা জানতে পেরেছি যে, মোট ৫ জন বাংলাদেশের নাগরিক করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১ জন আইসিইউতে আছেন। কোয়ারেন্টাইনে আছেন ৫ জন বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে সিঙ্গাপুরের দূতাবাস থেকেও আমাদের সিঙ্গাপুর পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে।