বঙ্গবীর ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে আজ নানা কর্মসূচি

6

মহান মুক্তিযুদ্ধের কমান্ডার-ইন-চীফ, আজীবন গণতন্ত্রী বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী’র ৩৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল রবিবার। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন এবং প্রতিষ্ঠান বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ ও বঙ্গবীর জেনারেল ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণী ওসমানীর ৩৬ তম মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে বঙ্গবীর ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ ও বঙ্গবীর জেনারেল ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন, সিলেট আজ শনিবার বাদ আছর দরগাহে হযরত শাহজালাল (রহ.) কমপ্লেক্সে অবস্থিত মরহুম জেনারেল ওসমানীর মাজার জেয়ারত, ফাতেহা পাঠ, দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর জিন্দাবাজারস্থ সিলেট সরকারি মহিলা কলেজ মিলনায়তনে মরহুম জেনারেল ওসমানীর জীবন ও কর্মের আলোকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সচিব ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার, দেশের স্বনামধন্য কবি ও কলামিস্ট এ, এইচ, মোফাজ্জল করিম।
বিশেষ অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামা। আলোচনায় অংশ নেবেন সিলেটের বিশিষ্টজন।
এতে বঙ্গবীর ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের সকল কর্মকর্তা ও সদস্য এবং সর্বস্তরের ওসমানীপ্রেমী নাগরিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য-সচিব ও প্রধান সমন্বয়ক মুহাম্মদ ফয়জুর রাহমান। বিজ্ঞপ্তি