হে বসন্ত

5

সাজিয়া ইসলাম (দিবা)

তুমি এসেছে হে বসন্ত,
ধরার বুকে নতুন প্রাণ সঞ্চার করে করছো সব প্রতিক্ষার অন্ত,

গাছে গাছে অনেক ফুল,
গন্ধে চারিদিক মশগুল,
ফাগুন হাওয়া চারিদিকে,
লাগছে দোলা সবার মনে,

আজ কৃষ্ণচূড়া আর পলাশের মেলা,
এ যেন প্রতিকৃতির এক অপরুপ খেলা,

কবিরা লিখছে কবিতা মনের সুখে,
গান গেয়ে করছে বরণ ঋতুরাজকে,

হলুদ শাড়ি গাদা ফুলের গয়না পরে,
ঘুরছে বাঙালি রমনী মনের সুখে,

হে বসন্ত…
তুমি এসে ধরায় করলে আমায় ধন্য,
তাই তোমার বন্দনা করি আজ অনন্ত,
থেকো তুমি এমনই যুগ যুগ ধরে,
এই কামনাই করি আমি সর্বদা প্রাণ ভরে…।