ফাগুনের সুখ

5

ছাদির হুসাইন ছাদি

ফাগুন মাসে দুর্বাঘাসে
বসতে ভালো লাগে,
কৃষ্ণচূড়ার রঙের বাহার
মনের মাঝে জাগে।

কুহুসুরে গান গেয়ে যায়
ভালবাসার কোকিল,
মুগ্ধ হয়ে সুরের তালে
নাচে মনের উকিল।

মিষ্টি হাওয়া গা রাঙিয়ে
শান্তি দিয়ে যায়,
আঁখি দুটি তৃপ্তি নিতে,
তাঁরই পানে চায়।

মধুমাখা রাঙা আলো
সবুজ মাঠে হাসে,
উপভোগে লিপ্ত হয়ে
ভাসি ফাগুন মাসে।