ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনার জবাবে এডভোকেট নিজাম উদ্দিন পিপি ॥ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকারের ভাবমূর্তি রক্ষা করতে হবে

14
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটের নবনিযুক্ত পিপি এডভোকেট নিজাম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করছেন জেলা আওয়ামী লীগ ও জেলা বারের আইনজীবী নেতৃবৃন্দ।

সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন পিপি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও ৪১ভিশন বাস্তবায়ন করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সরকারের এই উন্নয়ন মূলক কাজে সক্রিয় ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকারের ভাবমূর্তি রক্ষা করতে হবে এবং সিলেট আদালতকে স্ন্দুর ও ন্যায় বিচারের আস্থারস্থল হিসেবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। যাহারা আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছে, সকলকে সততা সহিত, দুর্নীতিমুক্ত থেকে কাজ করার আহবান জানান। ঐতিহাসিক মুজিব বর্ষে সিলেটবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সিলেট জেলা বারের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়ায় সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে দায়িত্ব প্রদান করেছেন আমি বিশ্বস্থতার সহিত আমি আমার দায়িত্ব পালনে সচেষ্ট থাকিব।
তিনি গতকাল ১১ ফেব্র“য়ারী মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে এসে পৌছেলে জেলা ও মহানগর আওয়ামীলীগ সহ জেলা বারের আইনজীবিদের সংবর্ধনা প্রদানকালে উপরোক্ত কথা বলেন।
আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, বিজিত চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন আহমেদ সেলিম, কামরুল আলম রুহেল, এডভোকেট রনজিত সরকার, এডভোকেট ফারুক আহমদ চৌধুরী, এপিপি, এডভোকেট প্রদিপ কুমার ভট্টাচার্য, এডভোকেট পৃথিশ দত্ত পিংকু, এডভোকেট জাহাঙ্গীর আলম এপিপি, এডভোকেট আবু সিদ্দিকী এপিপি, এডভোকেট আকবর হোসেন এপিপি, এডভোকেট অরূপ সেম বাপ্পী, এডভোকেট এম আর খান মুন্না, ইসতিয়াক আহমদ, এডভোকেট আব্বাস উদ্দিন, এডভোকেট প্রবাল চৌধুরী পুজন এপিপি, এডভোকেট মুনায়েম চৌধুরী বাপ্পী, এডভোকেট ইমরান আহমদ, এডভোকেট কানন আলম, এডভোকেট শোয়েব আহমদ, যুক্তরাজ্য ডেপুটি স্পিকার আহবাব হোসেন, মোবাশ্বির আলী, দক্ষিণ সুরমা আওয়ামলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কামাল উদ্দিন রাসেল, আরকুম শাহ মাজারের খাদিম হাজী জয়নাল আহমদ মেম্ব্রা, ছাত্রলীগ নেতা বদরুল আলম তুহিন সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিমানবন্ধরে সংবর্ধনা শেষে জেলা আদালতে পিপি কার্যালয়ে আসলে উষ্য সংবর্ধনা প্রদান করেন আইনজীবীরা।
এডভোকেট মাহফুজুর রহমান এডিশনাল পিপি’র পরিচালনায় সদ্য বিদায়ী পিপি মিছবাহ উদ্দিন সিরাজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক জিপি খাদেমুল মিন্নাত মোঃ জালাল, এডভোকেট মফুর আলী, এডভোকেট সামছুল ইসলাম, এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, এডভোকেট রাজ উদ্দিন, এডভোকেট মনির উদ্দিন, এডভোকেট মোঃ আলা উদ্দিন, এডভোকেট সারোয়ার মাহমুদ প্রমুখ।
আলোচনা সভা শেষে সদ্য বিদায়ী পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ নবনিযুক্ত পিপি এডভোকেট নিজাম উদ্দিন কে দায়িত্ব হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি