করোনা ভাইরাসে এক দিনেই ১০৩ জনের মৃত্যু

7

কাজিরবাজার ডেস্ক :
চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। গতকাল সোমবার শুধু হুবেই প্রদেশে মারা গেছেন ১০৩ জন। প্রতিদিন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার হার দিন দিন বাড়ছেই।
সব মিলিয়ে সোমবার দিনশেষে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৬ জন। তবে এদিন নতুন করে আক্রান্তের সংখ্যা শতকরা ২০ ভাগ কমেছে।
এদিকে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় কর্তব্যে অবহেলার কারণে বেশকিছু সিনিয়র কর্মকর্তাকে বরখাস্ত করেছে চীন। এর মধ্যে রয়েছেন হুবেই হেলথ কমিশনের পার্টি সেক্রেটারি ও কমিশনের প্রধান।
বিবিসির রিপোর্ট অনুযায়ী এখন চীনে আক্রান্তের সংখ্যা কমপক্ষে ৪২ হাজার ২০০। এর মধ্যে হুবেই প্রদেশে মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৭২৮। সেখানে মারা গেছেন কমপক্ষে ৯৭৪ জন। মোট মৃত্যুর তিন-চতুর্থাংশ মারা গেছেন হুবেইয়ের রাজধানী উহানে। এই উহান থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি। এখানে বসবাস করেন এক কোটি ১০ লাখ মানুষ। কয়েক সপ্তাহ ধরে এই শহরটি অচল হয়ে ভৌতিক রূপ নিয়েছে।
অন্যদিকে করোনাভাইরাস নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে কাজ করতে সোমবার চীন পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি টিম।
এছাড়া সিঙ্গাপুরপ্রবাসী এক বাংলাদেশির শরীরে করোনা ধরা পড়ায় গত রোববার তাকে আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছে । তবে বাংলাদেশে কারও মধ্যে অথবা চীনে অবস্থানরত কোনো বাংলাদেশির মধ্যে এ ভাইরাস সংক্রমণের খবর আসেনি।