যুক্তরাজ্য প্রবাসীদের ভোটার তালিকায় অর্ন্তভুক্তি কার্যক্রম বুধবার শুরু

14

কাজিরবাজার ডেস্ক :
যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম বুধবার থেকে শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। লন্ডনে বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় বেলা ১১টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
রবিবার নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি (বুধবার) স্থানীয় সময় বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণের উদ্বোধন করবেন সিইসি। এর আগে তিনি ১০ ও ১১ ফেব্রুয়ারি লন্ডনে ‘ভেলিডেশন মিটিং অন নিউ বেস্ট প্রাকটিস গাইড অব কমনওয়েলথ লেজিসলেটিভ অ্যাপ্রোচেস টু পলিটিক্যাল ফাইন্যান্স রেজুলেশন’ শীর্ষক সভায় যোগ দেবেন। এ সভায় সিইসি সোর্স অব ফান্ডিং-এর উপর প্রবন্ধ উপস্থাপন করবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিইসি আগামী ১৩ ফেব্রুয়ারি ম্যানচেস্টার যাবেন। ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ, গুরুত্ব, প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশে বসবাসরত প্রবাসীদের আত্মীয়দের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করবেন। আগামী ১৪ ফেব্রুয়ারি সিইসি দেশে ফিরবেন।