প্রাণের ভাষা

10

ফেরদৌসী খানম রীনা

বাংলিশ ভাষা বলছ যারা
তাদের বলি ভাই,
বাংলা ভাষার এ দুনিয়ায়
তুলনা আর নাই।

বাংলা আমার মায়ের ভাষা
হয় না তার তুলোনা,
এ ভাষার জন্য রক্ত দিলো
সইলো যাতনা।

বাংলা ভাষার জন্য জীবন
দিলো বলী,
শহীদের ত্যাগের বিনিময়ে
বাংলায় কথা বলি।

অনেক ত্যাগের বিনিময়ে
বাংলা ভাষা পেলাম,
এই ভাষাকে করো সম্মান
দাও মর্যাদা আর দাম।

বাংলা ভাষায় খুঁজে পাই
আমার চেতনা,
বাংলা আমার গৌরব
কখন ভুলবো না।

বাংলিশ বলে এ ভাষাকে
করোনা অপমান,
ইংলিশ ভাষার মাঝে
নেই কোন প্রাণ।

বাংলা আমার গর্ব
বাংলা আমার অধিকার,
বাংলায় হাসি বাংলায় লিখি
বাংলা আমার অহংকার।

বাংলা আমার প্রাণের ভাষা
বাংলায় জুড়ায় প্রাণ,
জীবন দিয়ে শহীদেরা তাই
বাংলার রাখলো মান।