সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় ৫ এসএসসি পরীক্ষার্থী

9

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী ৫জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত খুরমা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রোজি আক্তার দক্ষিণ খুরমা ইউনিয়নের কাশিপুর গ্রামের কদরিছ আলীর কন্যা ও ফাহমিদা আক্তার একই গ্রামের আশরাফ আলীর কন্যা পরীক্ষায় অংশ নিতে পারেনি। আহত একই বিদ্যালয়ের ছাত্র কশিপুর গ্রামের সোলমান আহমদের পুত্র শফিকুর রহমান, আজিজুর রহমানের পুত্র হুসাইন আহমদ ও নুর আলীর পুত্র আব্দুস শহীদ কৈতক হাসপাতালে চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জনান, একটি সিএনজি ফোরষ্ট্রোক যোগে খুরমা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ৫জন কাশিপুর গ্রাম থেকে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য যাত্রা করে। সিএনজিটি সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান ব্রীজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীসহ উল্টে গেলে ৫জন পরীক্ষার্থীই আহত। আহতদের মধ্যে ২ জন পরীক্ষার্থী অবস্থা গুরুতর হওয়ায় তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি। ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।