সরকার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে কাজ করছে —————— মাহমুদ উস সামাদ এমপি

10

সিলেট-৩ আসনের সংসদ সদস্য বাণিজ্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে ভবন নির্মিত হচ্ছে। এ সুযোগ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেকে দক্ষ মানব শক্তিতে পরিণত করতে পারবে।
এমপি মাহমুদ উসা সামদ চৌধুরী গতকাল ২ জানুয়ারি রোববার সকালে ১ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভিত বিশিষ্ট প্রথম তলা কারিগরি শিক্ষা প্রসারের জন্য নির্মিত প্রি-ভোকেশন এন্ড ভোকেশন কোর্স এর জন্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ভবন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, সহকারী উপজেলা সহকারী শিক্ষা প্রকৌশলী মাহমুদুল হাসান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোঃ বদরুজ্জামান, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম পংকি, নাছির উদ্দিন রিজু, জয়নাল আবেদীন, জামাল উদ্দিন মেম্বার, সাজ্জাদ আহমদ, জুনেল আহমদ, শিপল পাল, নজরুল ইসলাম, কয়েছ আহমদ, আব্দুল মালেক, আব্দুল মনাফ মেম্বার, জামাল আহমদ মেম্বার, হেলাল আহমদ মেম্বার, নাছির উদ্দিন, কয়েছ মিয়া, ফয়জুর রহমান, বদরুল আলম, সেকুল ইসলাম, খায়রুল ইসলাম, মহসিন আহমদ, জায়দুল, নাজিম প্রমুখ। বিজ্ঞপ্তি