উড়াই স্বপ্ন ঘুড়ি

7

গোলাম আযম

মায়ের কোলে দেখ ঐ
আযম নামের দু:খী,
জন্ম থেকে আজ অবধি
নইতো সেযে সুখি।

দু:খ কষ্ট চারিধারে তার
করে ঘোরাফেরা,
পরণে তার পড়ে থাকে
প্যান্ট সার্ট ছেড়া!

সকাল দুপুর খেয়ে থাকে
চিড়া আর মুড়ি,
তারপরেও সে মনের সুখে
উড়াই স্বপ্ন ঘুড়ি।

আসবে নিয়ে আকাশ থেকে
শান্তি নামের ধারা,
দরজায় এসে হঠাৎ করে
সুখ দেবে যে ধরা।