আল্লামা আনোয়ার শাহ দেশের একজন আদর্শবাদী আলেম ছিলেন —————– এডভোকেট রকিব

12

উপ-মহাদেশের খ্যাতিমান ইসলামী রাজনীতিবিদ এবং আধ্যাত্মিক জগতের সিংহপুরুষ নেজামে ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা ১৯৫৪ সালের ঐতিহাসিক যুক্তফ্রন্টের অন্যতম নেতা হযরত আল্লামা হাফেজ মাওলানা আতাহার আলী (রহ:) এর সুযোগ্য সন্তান আল্লামা আযহার আলী আনোয়ার শাহ আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম এবং কওমী মাদরাসা বোর্ডের শীর্ষ কর্মকর্তা এবং দেশের বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের সহিত জড়িত থাকিয়া ইসলাম এবং জনগণের কল্যাণে আজীবন ত্যাগে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। আযহার আলী আনোয়ার শাহ’র ইন্তেকালে দেশ ও জাতি একজন মহান ইসলামী ব্যক্তি হারিয়েছে। তাঁর ইন্তেকালে ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আইনজীবী মাওলানা আব্দুর রকিব এডভোকেট, আল-জামি’আতুল হানাফিয়া দারুল উলূম ইন্টার ন্যাশনাল মাদরাসার মুহতামীম, শায়খুল হাদিস মুফতী আব্দুল কারিম হাক্কানী আল-হানাফী, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াছ বিন রিয়াছত, মহানগর সভাপতি মাওলানা মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি