গোলাপগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটা উচ্ছেদ

10

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ পৌর এলাকার সরস্বতী এলাকায় অবৈধ দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর সিলেট। এ সময় পরিবেশ দূষণ, পার্শ্ববর্তী নদী থেকে মাটি কেটে ইট নির্মাণ, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ব্রিকস পরিচালনা করায় ৪০টি লক্ষ টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পরিবেশ অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ইসরাত জাহান পান্না গোলাপগঞ্জ পৌর এলাকার সরস্বতীতে এ অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক পারভেজ আহমদ বলেন, ২০১৩ সালে হাইকোর্টে সিটি বা পৌরসভার ভেতরে ইটভাটা গুলো অবৈধ ঘোষণা এবং বন্ধের নির্দেশ দেয়া হয়। ইটভাটার মালিক পক্ষকে অবহিত করা হলেও তাদের কার্যক্রম চালিয়ে যান। অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা ও নদীর মাটি দিয়ে ইট নির্মাণের জন্য দুটি ব্রিকস ফিল্ডকে ৪০ লক্ষ টাকা জরিমানা করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।