বিতর্ক প্রতিযোগিতা জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করে তুলে ———–এড. ইকবাল আহমদ চৌধুরী

15

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেছেন, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা ও মননকে শানিত করে এবং এর পাশাপাশি তারা তাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করে তুলে। দুর্নীতি সম্পর্কীয় বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের দুর্নীতি সম্পর্কে সচেতন করবে পাশাপাশি শিক্ষার্থীদের যুক্তিনির্ভর দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। গতকাল মঙ্গলবার ১২টায় সততা সংঘ বরায়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন এর উদ্যোগে “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতি ঘটে” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। বরায়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক মওলানা আজমল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, বরায়া উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সদস্য খিজির আহমদ চৌধুরী, মাসহুদ আলম চৌধুরী প্রমুখ।
এদিকে, গোলাপগঞ্জ সরকারি এসসি একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার তালুকদারের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক অসীম কুমার শর্মার পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সাবেক সদস্য রাধিকা রঞ্জন দেবনাথ, ওয়েছুর রহমান, মতিন মিয়া, প্রক্তন সহকারী অধ্যাপক মাহমুদ চৌধুরী, প্রাক্তন শিক্ষক শফিকুর রহমান খান, এএইচএম শফি। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ওয়াহিদুজ্জামান।