কবি আফজাল চৌধুরী ছিলেন বিশ্ব মানবতার কবি —–অধ্যাপক আব্দুল বাকী চৌধুরী

12

কবি আফজাল চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি কবি কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসার আব্দুল বাকী চৌধুরী। তিনি বলেন, কবি আফজাল চৌধুরী বাংলা সাহিত্যের জন্য একজন বড় মাপের কবি ছিলেন। যিনি সাহিত্য চর্চাকে নেশা হিসেবে নিয়েছিলেন আর অধ্যাপনা ছিল তার পেশা। যে কারণে তার লেখা গ্রন্থ অনেক কম প্রকাশিত হয়েছে। তার সাহিত্যে মানবতার কথা বার বার উঠে এসেছে। বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে তার লেখা সোচ্চার হয়ে উঠেছে। ফাউন্ডেশনের সেক্রেটারী দেশ বরেণ্য কবি মুকুল চৌধুরীর পরিচালনায় গতকাল কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে কল্যাণ ব্রতের কবি আফজাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের অন্যতম সদস্য জাহেদুর রহমান চৌধুরী। বিশেষ অতির্থির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি লে: কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, মদন মোহন কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল হামিদ, মাসিক শাহজালাল সম্পাদক রুহুল ফারুক, বির্শিষ্ট ব্যবসায়ী মুজিব চৌধুরী, কবি বাছিত ইবনে হাবীব। মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট লেখক আবু মালিহা, নিবেদিত কবিতা পাঠ করেন মুনতাজিম আলী বখতিয়ার, কবি কামাল আহমদ, কবি আমিনা শহীদ চৌধুরী মান্না, রাহাত চৌধুরী, ইসলামী সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী সালমান আহমদ, মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জাকির হোসেন।
সর্বশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কবি আফজাল চৌধুরীর কনিষ্ঠ পুত্র মদন মোহন কলেজের প্রভাষক জুন্নুরাইন চৌধুরী। বিজ্ঞপ্তি