কানাইঘাটে অদক্ষ পিকআপ চালকের হাতে প্রাণ গেল অন্ত:সত্ত্বা গৃহবধূর

4

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে পিকআপ গাড়ী চালাতে গিয়ে এক অদক্ষ অটোরিক্সা সিএনজি চালক ৭ মাসের অন্তঃসত্ত্বা দুই সন্তানের জননী সুমাইয়া বেগম (২৫) এর প্রাণ কেড়ে নিয়েছে। মর্মান্তিক এ প্রাণ হানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকেল ৩টার দিকে কানাইঘাট পৌরসভার শ্রীপুর গ্রামে।
জানা যায়, শ্রীপুর গ্রামের অটোরিক্সা চালক শাহিদ উদ্দিনের স্ত্রী ৭ মাসের অন্ত:সত্ত্বা দুই সন্তানের জননী সুমাইয়া বেগম তার শ^াশুড়ীর সাথে বাড়ির পাশের ধানের খলায় চাল পরিষ্কার করছিলেন। এ সময় একই গ্রামের আব্দুল মালিক কুটির পুত্র অটোরিক্সা চালক শাহিন আহমদ (২৬) খোলা মাঠে পিকআপ চালাতে গিয়ে একপর্যায়ে সুমাইয়া বেগমকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অন্তঃসত্ত্বা সুমাইয়া বেগম। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎকগণ মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ হাসপাতাল গিয়ে সুমাইয়া বেগমের লাশ তাদের হেফাজতে নিয়ে আসে। নিহত সুমাইয়া বেগমের স্বামী শাহিদ উদ্দিন সহ এলাকার লোকজন জানান, এটা কোন সড়ক দুর্ঘটনা নয়। পিকআপ চালক স্থানীয় ফাটাহিজল গ্রামের আব্দুল মুছব্বিরের পুত্র রুবেল আহমদ (২৫) এর অদক্ষতায় অটোরিক্সা চালক শাহিন আহমদ পিকআপ গাড়ী চালাতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে। নিহত সুমাইয়া বেগমের মাহদিয়া বেগম (০৭) ও জুনেদ আহমদ (০৪) নামে দুই শিশু ছেলে-মেয়ে রয়েছে।
এ ঘটনার পর থেকে পিকআপ চালক রুবেল আহমদ ও অটোরিক্সা চালক শাহিন আহমদ পলাতক রয়েছে। এ ব্যাপারে সুমাইয়া বেগমের লাশ উদ্ধারকারী থানার এস.আই আবু কাউছারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পিকআপ গাড়ীর মালিক ও দুই চালকের পরিচয় সনাক্ত করা হয়েছে। তাদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। সুমাইয়ার লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।