সুরমা গেইট থেকে ভারতীয় চকলেটের চালানসহ ২ চোরাকারবারি গ্রেফতার

10

স্টাফ রিপোর্টার :
শহরতলীর সুরমা গেইট বাইপাস এলাকা থেকে অবৈধ ভারতীয় চকলেটের চালানসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯’র (র‌্যাব) সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে গতকাল শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অভিযানে নেতৃত্ব দেন মেজর শওকাতুল মোনায়েম, এএসপি নাহিদ হাসান এবং এএসপি মো. আনোয়ার হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানা এলাকায় অবৈধ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সুরমা গেইট বাইপাসের সিএনজি স্ট্যান্ডের সামনের পাকা রাস্তার উপর থেকে ৩৫ হাজার ৩১৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট ও বহনকারী মিনি পিকআপসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করে র‌্যাব-৯। গ্রেফতারকৃতরা হচ্ছে,জৈন্তাপুর থানার নোয়ামাটি গ্রামের আব্দুল মান্নানের পুত্র আলামির (১৯) ও একই থানার গাডোরছুটি গ্রামের মো: ইলিয়াস মিয়ার পুত্র ফারজুল (১৮)। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে শাহপরান (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।