কমলগঞ্জে বাড়িতে প্রবেশ করে ডাকাতির অভিযোগ, আহত ১

4

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের নিজাম উদ্দীনের বাড়িতে প্রবেশ করে ডাকাতি সংঘটিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ডাকাত সদস্যদের হামলায় একজন আহত ও স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুট হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাত সোয়া ২ টায়।
আক্রান্ত বাড়ির লোকজন জানান, ডাকাতরা ঘরের পাশে একটি রশি দিয়ে দেয়াল টপকিয়ে সিড়িতে আসে। সিঁড়ির দরজা খোলা থাকার সুযোগে ডাকাত দল ঘরে প্রবেশ করে। ডাকাত সদস্যরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির মালিক নিজাম উদ্দীন (৬০) কে বেঁধে ও অন্যান্য সদস্যদের ভয়ভীতি দেখিয়ে কিল ও লাথি মেরে আহত করে। নিজাম উদ্দীন জানান, ১০ থেকে ১২ জনের মুখ বাধা ডাকাত দল ছিল। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আমাকে বেঁধে মারধর করে ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭৫ হাজার টাকা, কাপড় চোপড়সহ দুটি ব্রিফকেস, ২টি মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সদস্যরা ঘটনাস্থলে আসেন। আহত নিজাম উদ্দীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন বলে জানান।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। উনার বাড়ি থেকেই মোবাইল ফোন উদ্ধার হয়েছে। তবে এটি কোন ডাকাতির ঘটনা নয়। তারপরও বিষয়টি তদন্তাধীন আছে।