তাহিরপুরে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে ছিন্নমূল ৪০ পরিবার

6

তাহিরপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী এলাকায় দ্রুত গতিতে এগিয়ে চলছে উপজেলার ছিন্নমূল ৪০ পরিবারের আবাসন প্রকল্প। এই আবাসন প্রকল্পটি নির্মিত হচ্ছে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ট্যাকেরঘাট এলাকায়।
এ আবাসন প্রকল্পে মোট ব্যায় ধরা হয়েছে ৬৯ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে বসতঘর, রান্নঘর, মানসম্মত ল্যাট্রিনসহ ৬০ লাখ, ছিন্নমূল মানুষের বিনোদনের জন্য একটি মালটিপারপাস হলরুম ৭ লাখ ৯৩ হাজার, বিশুদ্ধ পানির জন্য ১ লাখ ২০ হাজার এবং প্রতিটি ঘরের মালিকদের কবুলিয়াত দলিল বাবত বরাদ্ধর জন্য ২০ হাজার টাকা করে।
সূত্রে জানা যায়, ভূমি মন্ত্রনালয়ের গুচ্ছগ্রাম ২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের অধীনে সরকারী পরিপত্র অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কমিটি কর্তৃক সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সভাপতি, সদস্য সচিব সহকারী কমিশনার (ভূমি), আর সদস্যরা হলেন, জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও পূনর্বাসিত পরিবারের একজন প্রতিনিধি।
সরেজমিন গিয়ে দেখা যায়, ছিন্নমূল আবাসন প্রকল্পের নির্মাণ কাজের মধ্যে পিলার, ল্যাট্রিন রিং ও নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম বলেন, প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি ট্যাকেরঘাটে গুচ্ছ গ্রামটি দ্রুত নির্মাণ হলে সীমান্ত এলাকার সৌন্দর্য্য আরো বৃদ্ধি পাবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, ভূমি মন্ত্রনালয়ের গুচ্ছগ্রাম ২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের নিয়মানুযায়ী কাজটি নির্মাণ কাজ এগিয়ে চলছে।