সিলেট সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বাস্তবায়নে এডভোকেসী সভা

12
ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষাথীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে এডভোকেসী সভায় বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।

ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি সিলেট সিভিল সার্জন কার্যালয়ে এই এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিকের উপস্থাপনায় বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনীল কৃষ্ণ মজুমদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বায়েজিদ খান। প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. মো. মঈনুল আহসান।
অন্যান্যের বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরে আলম শামীম, ডা. মনিসর চৌধুরী, ডা. মো. মাসুম, ডা. আহমদ সিরাজুল মুনীর, ডা. নাহিদ, ডা. মোয়াজ্জেম আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রব্বানী মজুমদার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিয়াউল ইসলাম চৌধুরী ও পবিত্র গীতা পাঠন করেন ইপি আই সুপারিন্টেন্ডেন্ট যশোবন্ত অর্জুন। বিজ্ঞপ্তি