কানাইঘাটে ওয়াজ মাহফিলে নাদেল ॥ আ’লীগ ধর্মীয় মূল্যবোধকে বিশ্বাস করে

8

কানাইঘাট থেকে সংবাদদাতা :
আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আওয়ামীলীগ ধর্মীয় মূল্যবোধ কে বিশ^াস করে বলে আলেম উলামাদের সব সময় সম্মান দিয়ে থাকে। কিন্তু রাজনৈতিক ভাবে ফায়দা হাসিলের জন্য একটি মহল আওয়ামীলীগ ধর্ম বিরোধী দল বলে অপ-প্রচার করে থাকে। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের জন্য অনেক ভাল কাজ করে গিয়েছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আলেমদের নিয়ে চলতেন এবং ইসলামী মূল্যবোধ বজায় রাখতে সে সময় ঘোড়দৌড় প্রতিযোগিতা ও আইন করে মাদকে লাইসেন্স বন্ধ করে ছিলেন। তিনি টঙ্গীতে বিশ^ ইজতেমার জন্য জায়গা বরাদ্ধ সহ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৌমি মাদ্রাসার স্বীকৃতি সহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি মসজিদের ইমাম, মোয়াজ্জিনদের জন্য বেতন ব্যবস্থা চালুর চিন্তা সহ ইসলামের জন্য অনেক ভাল করে যাচ্ছেন। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শফিউল আলম চৌধুরী নাদেল গতকাল বুধবার বিকেল ৪টায় কানাইঘাট মহিউস-সুন্নাহ সাতবাঁক চরিপাড়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। দারুল উলূম মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী সহ বিশিষ্ট আলেম উলামাগণ ওয়াজ মাহফিলে ধর্মীয় বয়ান পেশ করেন। এ সময় শফিউল আলম চৌধুরী নাদেলের সাথে উপস্থিত ছিলেন সাতবাঁক ইউপির চেয়ারম্যান আব্দুল মন্নান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজু ইবনে হান্নান খান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ, ছাত্রলীগ নেতা রেজওয়ান এইচ মিনু প্রমুখ।