সিফডিয়ার হুইল চেয়ার বিতরণ ॥ প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নিয়েছে নেয়া কষ্টের

6
সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাস মিডিয়া সিফডিয়ার উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করছেন অনুষ্ঠানে প্রধান অতিথি সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলসহ অতিথিবৃন্দ।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেছেন, যারা প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নিয়েছে সেটা বেদনার ও কষ্টের। তবে আমরা চেষ্টা করলে তাদের প্রতিবন্ধকতা দূর করে সমাজের উন্নয়নে কাজে লাগানো সম্ভব। আমাদের নিজ নিজ অবস্থান থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের কল্যাণে এগিয়ে আসা প্রয়োজন।
গতকাল মঙ্গলবার গণমাধ্যম ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান সিফডিয়ার উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ মোহাম্মদ আব্দুর রশিদ এর সভাপতিত্বে সিফডিয়ার নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদার এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নুরে আলম শামীম, যুক্তরাজ্যে বিবিসি এ্যাফিলিয়েড প্রতিষ্ঠান ওয়াইল্ড ব্রেইন এর আই টি ম্যানেজার প্রবাসী কমিউনিটি নেতা শেখ আব্দুল মুক্তাদীর ইকবাল, সিভিল সার্জন সিলেট অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর ষ্টাফ রিপোর্টার নুর আহমেদ, রোটারী ক্লাব সিলেট সাউথ এর সাবেক সভাপতি রোটারিয়ান আব্দুল মালিক সুজন, সিলেট এক্সপ্রেস ষ্টাফ রিপোর্টার সাব্বির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি