অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব ——এডভোকেট জুবায়ের

12
৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন প্রধান অতিথি সিলেট মহানগরী আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, প্রচন্ড শীতের কারণে দেশব্যাপী মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আর এই শীতে অসহায় হত-দরিদ্র মানুষের কষ্টের কোন সীমা নেই। বিত্তবানরা সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করলে সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাগব হবে। অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধ্যমত শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। সামর্থ্যবান হলেও আপনারাও দাঁড়ান। তাহলে অসহায় মানুষ উপকৃত হবে এবং সামাজিক বন্ধন দৃঢ় হবে।
তিনি রবিবার টুকেরবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে স্থানীয় নয়াবাজার বড়গুল এলাকায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ৬নং ওয়ার্ড সভাপতি রিয়াজ উদ্দীন রিয়াজের সভাপতিত্বে ও সেক্রেটারি ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ থানা আমির মুফতী আলী হায়দার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি রেজাউল করিম, বর্তমান সভাপতি নজরুল ইসলাম, সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের সমাজ সেবী ফয়জুল হক, বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাকসুদুল ইসলাম, টুকের বাজার ইউপির ৬নং ওয়ার্ডের মেম্বার তারেক মিয়া বাবুল, ব্যাবসায়ী ফয়েজ আহমদ ও মানিক মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি