খেজুর রস

14

জিল্লুর রহমান পাটোয়ারী

শিশির ভরা শীতের সকাল,
কলস ভরা খেজুর রস –
এসো খুকি শীতের সকালে,
পিঁড়ি নিয়ে এসে বস।
শীতে গায়ে চাদর মুড়িয়ে দেব,
লাগবে না শীত গায়ে –
সূর্য ভরা রোদ দেব তোমায়,
শীত লাগবে না পায়ে।
বসতে দেব বাড়ির উঠানটাতে,
সূর্য তোমায় দেবে আলো –
খেজুর রসের পিঠে খেতে দেব,
লাগবে তোমায় অনেক ভাল।
শীতের সকালের খেজুর রস,
আর সূর্য ভরা আলো –
মনটা সবার আনচান করে,
কত্ত যে লাগে ভাল।