ঠান্ডা

10

রিপলু চৌধুরী

ঠান্ডা লেগেছে আমার গায়
শরীর কাপছে ঠান্ডায়
রবির আলো গেল কোথায়
চারদিকে ঢেকেছে কুয়াশায়।

নেই কোন আমার সম্বল
গায়ে নেই কম্বল
দিকে দিকে কুয়াশার চলাচল
সব কিছু যেন কোলাহল।

যেই দিকে দুই নয়ন যায়
কিছু নাহি দেখতে পায়
রবির খুজ নাহি পায়
নিজেকে লাগছে অসহায়।

কখন যেন কি ঘটে যায়
এই প্রচন্ড ঠান্ডায়
মনের মাঝে চলছে ভয়
কাটছে না ভয়ের সংশয়।