বৃত্তি পরীক্ষা মেধা ও মননের বিকাশে অনুপ্রেরণা যোগায় ——— ড. আতফুল হাই শিবলী

1

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
নর্থ ইস্ট ইউনির্ভাসিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেছেন, বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের মাধ্যমে শিশুদের মেধার বিকাশ ঘটে। বৃত্তি প্রদান শিশুদের মেধার এক ধরনের স্বীকৃতি। এর মাধ্যমে শিশুরা আগামীদিনে নিজেরদের মেধা ও মননের বিকাশে অনুপ্রেরণা পাবে। গতকাল বৃহস্পতিবার গোলাপগঞ্জে আরিফ ইকবাল স্মৃতি প্রাথমিক ও জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা-২০১৯ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বিকলে ৩টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামের আয়োজিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, বিশিষ্ট শিল্পপতি ও বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক মঞ্জুর শাফি চৌধুরী এলিম, বৃত্তির আরেক পৃষ্টোপোষক ও শিল্পপতি ফাহিম ফারুক চৌধুরী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা অভিজিত কুমার পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম।
সভাপতির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী তার ছেলে কে স্মরণ করে বৃত্তি পরীক্ষার আয়োজন ও শিক্ষার্থীদের পুরস্কৃত করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, নর্থ ইস্ট ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমদ চৌধুরী, স্কাউটের জাতীয় পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, স্কাউট ব্যক্তিত্ব মুবিন জায়গিরদার, নর্থ ইংল্যান্ড সিটি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সাইদ চৌধুরী, লক্ষ্মীপাশা ইউনিয়নের চেয়াম্যান কবির আহমদ মুসন, গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ রুশন, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, আতহারিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক মস্তফা আনওয়ারুল, তৈয়ব আলী, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক নাজিমুল হক লস্কর, আবু সুফিয়ান আজম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক বিভাগীয় উপ সম্পাদক হোসেন আহমদ, পৌর আওয়ামীলীগ নেতা নাদিম মাহমুদ শিপলু। বিজ্ঞপ্তি