যুক্তরাজ্যের রোটারী ক্লাব সদস্যদের সংবর্ধনা ॥ বিদেশে এসে মানবসেবায় আত্মনিয়োগ একটি মহতি দৃষ্টান্ত

16
যুক্তরাজ্যের চার্চ এন্ড উয়াসাওয়াল্ট উইশেল রোটারী ক্লাব ইউকের প্রতিনিধিদের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন রোটারীর পাস্ট ডিষ্ট্রিক্ট গভর্ণর প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফ এমপিএইচএফ এমডি।

রোটারির পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফ এমপিএইচএফ এমডি বলেছেন, মানবসেবার মতো মহতি কাজের উদ্দেশ্যে যারা নিজ বাসভূমি ছেড়ে ভিন্ন দেশে আসেন তাদের চেয়ে মহৎ মানুষ আর নেই। বিদেশে এসে মানবসেবায় আত্মনিয়োগ একটি মহতি দৃষ্টান্ত। রোটারিয়ানরা সারা পৃথিবীতে তাদের সেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানবসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। সেবার মাধ্যমে যে আত্মতৃপ্তি পাওয়া যায় এর চেয়ে বড় কিছু নেই। যুক্তরাজ্যের চার্চ এন্ড উয়াসাওয়াল্ট উইশেল রোটারি ক্লাব ইউকে’র প্রতিনিধিদের জন্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গত শনিবার রাতে নগরীর একটি হোটেলে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর উদ্যোগে যুক্তরাজ্য থেকে আগত চার্চ এন্ড উয়াসাওয়াল্ট উইশেল রোটারি ক্লাবের প্রতিনিধিদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন পিএইচএফ-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের রোটারি ডিস্ট্রিক্ট-১১৯০-এর গভর্ণর নমিনি এ্যানসেনক্লেয়ার ম্যাকট্রাক, যুক্তরাজ্যের চার্চ এন্ড উয়াসাওয়াল্ট উইশেল রোটারি ক্লাব ইউকে-এর প্রেসিডেন্ট লিনডন জন হিপ। রোটারি ভিশন ২০২০-এর চেয়ারম্যান রোটারিয়ান পিপি মো. নজরুল ইসলাম পিএইচএফ-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান পরিচালনা করেন রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান পিএইচএফ। রোটারিয়ান মৌলানা তাজুল ইসলাম হাসানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করেন রোটারিয়ান পিপি এম এ মুকিত এবং ক্লাব সেক্রেটারি আহমেদ রশীদ চৌধুরী। রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান পিপি মো. আবুল বশর, পিএইচএফ, ধন্যবাদ বক্তব্য প্রদান করেন রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের চার্চ এন্ড উয়াসাওয়াল্ট উইশেল সেক্রেটারি ও প্রেসিডেন্ট ইলেক্ট ক্যাথারিন ম্যারি হিপ, মেম্বারশিপ চেয়ারম্যান সেলি এ্যাননা হুপ, মেম্বার হে গেক চেংগ জ্যাকসন, ডিস্টিক্ট স্পোর্টস চেয়ারম্যান মাইকেল ইডওয়ার্ড হেন্ডাল, ফ্রেন্ডস অব রোটারি ডাউন টেইলর, স্পোর্টস চেয়ারম্যান পিটার ইডম্যানশন, কোনওয়ে ফ্রেন্ডস রোটারি বারবারা এ্যানি, ইন্টারন্যাশনাল চেয়ারম্যান মোহাম্মদ হারুন মিয়া, রোটারিয়ান পিপি আফছর উদ্দিন পিএইচএফ এমডি, রোটারিয়ান পিপি আব্দুল খালিক, রোটারিয়ান পিপি মো. এমদাদ হোসেন আরএফএসএম, রোটারিয়ান পিপি জিয়াউল হক পিএইচএফ, রোটারিয়ান পিপি মো. তৈয়বুর রহমান আরএফএসএম, রোটারিয়ান পিপি ড. এম শহিদুল ইসলাম এডভোকেট পিএইচএফ, রোটারিয়ান পিপি প্রফেসর সাব্বির আহমদ, রোটারিয়ান পিপি মো. আব্দুর রহিম, রোটারিয়ান বিকাশ কান্তি দাস আরএফএসএম, রোটারিয়ান শেখ ফরিদ আহমদ আরএফএসএম, রোটারিয়ান আফসর উদ্দিন আহমদ পিএইচএফ, রোটারিয়ান মনসুর আহমদ পিএইচএফ, রোটারিয়ান স্বরাজ বন্ধু দাস, রোটারিয়ান আলহাজ মো. ইকবাল হোসেন, রোটারিয়ান জুবায়ের আহমদ, রোটারিয়ান এমদাদ হোসেনসহ বিভিন্ন ক্লাব থেকে আগত রোটারী নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি