সরকার শিক্ষার উপর বেশী গুরুত্ব দিচ্ছে – হাফিজ আহমদ মজুমদার এমপি

23
বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশন বেকা সিলেট ইউনিটের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংসদ সদস্য ড. হাফিজ আহমদ মজুমদার।

পূবালী ব্যাংকের চেয়ারম্যান, সংসদ সদস্য ড. হাফিজ আহমদ মজুমদার বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উপর বেশী গুরুত্ব দিচ্ছে। গুণগণ শিক্ষায় আমাদের অনেক সাফল্য রয়েছে। তিনি যুবকদের সম্পদে পরিণত করে দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ এক্র-ক্যাডেটস এসোসিয়েশন ‘বেকা’ সিলেট ইউনিটের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত শনিবার সন্ধ্যায় নগরীর তাঁতিপাড়াস্থ এইডেড হাইস্কুল অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেকা সিলেট ইউনিটের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহারের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বেকা’র সদ্য প্রাক্তন সভাপতি, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট প্রেসক্লাক সভাপতি ইকবাল সিদ্দিকী, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. লোকমান উদ্দিন চৌধুরী, সাবেক ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল (অব.) এম. আতাউর রহমান পীর।
অনুষ্ঠানে বেকা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘অনির্বাণ’ নামে একটি স্মারক প্রকাশিত হয়। সেটি সম্পাদনা করেন ব্যাংক কর্মকর্তা বেকা সিলেট ইউনিটের সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। আলোচনার ফাঁকে অনির্বাণের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বেকার উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মালেক খান, প্রাক্তন পুলিশ সুপার ও বেকার উপদেষ্ঠা কাওছার আহমদ হায়দরী, প্রাক্তন সভাপতি ও জালালাবাদ গ্যাসের প্রাক্তন জিএম মাহবুব ছোবহানী চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক শমসের আলী, বেকার সাবেক উপ-প্রচার সম্পাদক সাংবাদিক মুহিবুর রহমান, মোহাম্মদ ছদরুল ইসলাম, মো. শাহ আলম রাফি, আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ফুজায়েল আহমদ, আহমদ উল মুহাইমিন চৌধুরী টিপু, মো. মিলাদ হোসেন, মো. জয়নাল আবেদীন, মো. আব্দুল লতিফ, মো. এমদাদুল হক আকন্দ। বিজ্ঞপ্তি