কমলগঞ্জে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের বার্ষিক সভায় মন্ত্রী শাহাব উদ্দিন ॥ চা শ্রমিকরা ১২ বছর একই বসতভিটায় থাকলে উচ্ছেদ করা যাবে না

20
কমলগঞ্জে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি।

পিন্টু দেবনাথ কমলগঞ্জ থেকে :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, চা শ্রমিকদের ভোটার অধিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন। তাই চা শ্রমিকরা যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালবাসেন। তেমনি প্রধানমন্ত্রীও চা শ্রমিকদের ভালবাসেন। চা-শ্রমিকদের কথা মনযোগ সহকারে শোনেন। বর্তমান শেখ হাসিনা সরকারের আমলে চা শ্রমিকরা এখন অনেক পরিবর্তন হয়েছে। তাদের জীবনমান উন্নয়ন হয়েছে। চা শ্রমিক সন্তানরা শিক্ষিত হচ্ছে। বিসিএস ক্যাডার হয়েছে। বিভিন্ন দপ্তরের তাদের চাকুরি হচ্ছে। মন্ত্রী রবিবার (১২ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের গানঘরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখনলাল কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান এম. শাহ আলম, বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপ পরিচালক নাহিদুল ইসলাম, আন্তর্জাতিক শ্রম সংস্থা ইনজিজিনাস এন্ড ট্রাইবাল পিপলস প্রজেক্ট এর ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর আলেক্সসিউস চিছাম।
সজল কৈরী ও মীনা রবিদাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সম্পাদকীয় রিপোর্টে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন বিজয় হাজরা, কমল বুনার্জি প্রমুখ। বিজ্ঞপ্তি