সিলেট বারের ৫ সিনিয়র আইনজীবী সংবর্ধিত ॥ আইনপেশা সমাজের অসহায় মানুষকে সেবার একটি মাধ্যম

11

‘আইন পেশা কোন সাধারণ একটি পেশা নয়। এটি সমাজের অসহায় মানুষকে সেবার একটি মাধ্যম। সমাজের নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত। আইনজীবীরা সেখানে অসহায় মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করেন।’
সিলেট জেলা আইনজীবী সমিতিতে ৫ সিনিয়র আইনজীবীর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেছেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আক্তার উদ্দিন আহমদ টিটু, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, এডভোকেট লুৎফুল মজিদ চৌধুরী ও এডভোকেট সৈয়দ মহসিন আহমদের আইনপেশায় ২৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি হোটেলে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সিলেট বারের সহকর্মী আইনজীবীদের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র এডভোকেট আজমল আলী। এডভোকেট মোমিনুর ইসলাম মোমিন ও এডভোকেট ফয়ছল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট হোসেন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট একেএম শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিনিয়র এডভোকেট মিনহাজ উদ্দিন আহমদ, সিনিয়র এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, সিনিয়র এডভোকেট মাহফুজুর রহমান, সিনিয়র এডভোকেট নিমার আলী ও সিনিয়র এডভোকেট সৈয়দ গোলাম রসুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও আইনজীবী এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট মনজুরুল হক তালকুদার, জগজিৎ আচার্য, আরিফ আহমদ, মখলিছুর রহমান, হেনা বেগম, শারমিন বেগম, সৈয়দা তাহমিনা, ইয়াসমিন বেগম, আলী হায়দার ফারুক, নুর আহমদ, জিয়াউর রহমান, ইশতিয়াক আহমদ, সুয়েব আহমদ, খোরশেদ আলম, তারিকুল ইসলাম, সাইফুল ইসলাম, বিদ্যুৎ জ্যোতি দে পলাশ, জাকির হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি