বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন

8
জেলা প্রশাসনের আয়োজনে নগরীর টিলাগড় এলাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান।

স্টাফ রিপোর্টার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে নগরীর টিলাগড় পয়েন্টে এই ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আওয়ামীলীগের জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

জেলা প্রশাসনের আয়োজনে নগরীর টিলাগড় এলাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানের একাংশ।

এই উপলক্ষে সেখানে মঞ্চে বিশাল ডিজিটাল স্কিনে জাতীয়ভাবে ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানো হয়। যেটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। ক্ষণগণনা উৎসবের উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, রণজিৎ সরকার, মাহফুজ রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
এদিকে একই সময়ে নগরীর হুমায়ুন রশীদ চত্ত্বরে সিলেটে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ক্ষণগণনার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিসিকের প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, কাউন্সিলর রেজওয়ান আহমদ, তারেক উদ্দিন তাজ, এবিএম উজ্জল, মোস্তাক আহমদসহ অন্য কাউন্সিলররা। এতে আরও অংশ নেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৗশলী নুর আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ।