বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ॥ বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না

18
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন শাবির ট্রেজারার প্রফেসর ড. মো: আনোয়ারুল ইসলাম।

স্টাফ রিপোর্টার :
বিনম্র শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস গতকাল শুক্রবার পালিত হয়েছে। এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা যুবলীগ নানা কর্মসূচি গ্রহণ করে।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ঘোষিত কর্মসূচির মধ্যে গতকাল শুক্রবার সকাল ১০ টায় সিলেট এমসি কলেজ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বেলা আড়াইটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’র উপর আলোচনা সভা শেষে নগরীর শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণেরও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সিলেট জেলা যুবলীগের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টায় এমসি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে।
এদিকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালনের ব্যাপক প্রস্তুতিকে সামনে রেখে এবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী। বাংলাদেশ এ বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এদিন থেকেই মুজিববর্ষ উদযাপন শুরু হবে। আর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের এই দিনে সারাদেশে শতবর্ষ উদযাপনের কাউন্টডাউন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের ক্ষণগণনার উদ্বোধন করেন।
উল্লেখ্য, পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারী বেলা ১টা ৪১ মিনিটে জাতির এই অবিসংবাদিত নেতা সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লী হয়ে ঢাকা ফেরেন।
জেলা ও মহানগর আওয়ামী লীগ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা সার্বভৌম বাংলাদেশ পেতাম না। বাঙালি জাতির নির্দিষ্ট মানচিত্রও তৈরি হতো না। আজকে আমরা বাংলাদেশ পরিচয়ে বিদেশের দূতাবাসে, জাতি পরিচয়ে কর্মযজ্ঞ চালাতে পারতাম না। তাই বঙ্গবন্ধুর এ ঋণ কোনো দিন শোধ করা যাবে না।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি লেখক ও সাংবাদিক আল আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম।
সাংবাদিক আল আজাদ বলেন, শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা নন, তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। স্বাধীনতা-উত্তর আন্তর্জাতিক পরিন্ডলে বাংলাদেশের জন্য স্বীকৃতি আদায়ে তাঁর প্রাজ্ঞ রাষ্ট্রনীতি ও কূটনীতি তাঁকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতার মর্যাদায় আসীন করেছে।
ড. সৈয়দ সামসুল আলম বলেন, বঙ্গবন্ধু রাজনীতির মহানায়ক থেকে হয়ে উঠেছিলেন বাঙালির মুক্তি সংগ্রামের প্রতীক। প্রাগৈতিহাসিক আমল থেকেই বাঙালি জাতি যার জন্য অপেক্ষা করেছিলেন তিনি হলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধু জাতিকে একটি পতাকা বা মানচিত্রই দেননি, তাদেরকে শোষণ-বঞ্চনা থেকে মুক্তিও দিয়েছিলেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান প্রমুখ।
জেলা মহিলা আওয়ামী লীগ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সকাল ১০টায় এমসি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আ.লীগের সভাপতি সালমা বাসিত, নাজনীন হোসেন, আছিয়া মিসবাহ, হেলেন আহমদ, মাধুরী, এজেড রওশন জেবিন রুবা, রাশিদা সাইদা সালমা, সাহানা বেগম চৌধুরী, রেহেনা পারভীন রেপু, সাজেদা পারভীন, সাহিদা আক্তার অঞ্জনা সরকার, বীনা সরকার, সুষমা সুলতানা রুহী প্রমুখ।
জেলা ও মহানগর তাঁতী লীগ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী লীগ।
শুক্রবার প্রথম প্রহরে সিলেট এমসি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা ও মহানগর তাঁতী লীগ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুতফুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, মহানগর আওয়ামীলীগ নেতা বিধান কুমার সাহা, জেলা আওয়ামীলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সাবেক উপ-প্রচার সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, সাবেক সদস্য এডভোকেট আজমল আলী, সাবেক ছাত্রনেতা এডভোকেট আব্বাস উদ্দিন, আওয়ামীলীগ নেতা শমশের জামাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা তাঁতী লীগের আহবায়ক আলমগীর হোসেন,সদস্য সচিব সুজন দেবনাথ,সিলেট মহানগর তাঁতী লীগের আহবায়ক নোমান আহমদ, সদস্য সচিব,সাবেক ছাত্রনেতা,শেখ মোঃ আবুল হাসনাত বুলবুল।
উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান খাঁন জুয়েল, মাসুম আহমদ, কামরুজ্জামান কামরুল, মির্জা শোয়েব আহমদ, সদস্য আলাজুর রহমান, শাহিন আহমদ, রাজন রায় চৌধুরী, মিটু রায়, বিলাল আহমদ রাজু, প্রভাষক তপন চন্দ্র পাল, জয়ন্ত চন্দ্র দাস, এয়ারপোর্ট থানা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক জুম্মাত আহমদ জুমেল প্রমুখ।
জেলা শ্রমিক লীগ : ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা শ্রমিক লীগ। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট এমসি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, অর্থ সম্পাদক সুশান্ত দেব, ক্রীড়া সম্পাদক শাহ আলম ছূরুক, সহ-সম্পাদক ইনছান আলী, সিলেট সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফয়ছল মাহমূদ, সিলেট গ্যাস ফিল্ড কর্মচারী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংক সিবিএ এর সভাপতি মোফাখখারুল ইসলাম, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক সিবিএ এর সিবিএ এর সাধারণ সম্পাদক আবদুল মজিদ, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও জনতা ব্যাংক সিবিএ এর সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, সদর উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমেদ প্রমুখ।
মহানগর যুবলীগ : ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট মহানগর যুবলীগ।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট এমসি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর যুবলীগের নেতৃবৃন্দ সহ ওয়ার্ড যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
যুক্তরাজ্য আওয়ামী লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সিলেট নগরে অবস্থিত এমসি কলেজে বঙ্গবন্ধু মুরালে সংগঠনের পক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।