ভালো কাটিস ২০২০

20

কাব্য কবির

ভালো কাটিস বলছি তোকে দুই হাজার কুঁড়ি,
সবার মনে নামিস হয়ে খুশির ইলশেগুঁড়ি।
দুই হাজার উনিস এর মতো কষ্ট দিসনা মনে,
সুখ আর শান্তিতে ভরে দিস প্রতি ক্ষণে ক্ষণে।
খুন,হত্যা,রাহজানি,ধর্ষণ যেন আর না হয়,
এসব জিনিস নয় পছন্দ করি আমি ভয়।
দুই হাজার কুঁড়িতে কাটুক ভালো লেখাপড়া,
আমি যেন লিখতে পারি মন ভেজানো ছড়া।

ঘূর্ণিঝড় উনিস এর মতো যেন না আসে,
বিশ্ববাসী কুঁড়ি সালে যেন মিষ্টি হাসে।
দুই হাজার কুঁড়ি কাটিস ফুলের মতো হেসে,
তোকে যাবো বলছি যে শোন গভীর ভালোবেসে।
ভালো কাটিস বলছি আবার দুই হাজার কুঁড়ি,
না কাটলে তোর বুকেতে মারবো আমি ছুড়ি।