শীতের ছোয়া

12

কাঞ্চন দাশ

শীতের ছোয়া লাগলো গায়ে
কুয়াশার অন্ধকারে
থাকা যায়না সকাল রাত্রি
ঘর ছাড়া বাহিরে।

শীতের দিনে চারিদিকে
ঠান্ডা বাতাস বয়
কত মানুষ সুখে থাকে
কেওবা কষ্টে রয়।

সূর্য বুঝি লুকিয়ে গেছে
ঢেকে গেছে কুয়াশায়
শিশির কণায় ভিজে গেছে
ধানেূ ঘাসের ডগায়।

পীঠা-পুলি আর কত কী?
গ্রামের তৈরি সব
আরও আছে রসের হাড়ি
মনে লাগে সন্তোষ।