১১ জানুয়ারী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন

5

আগামী ১১ জানুয়ারী তারিখে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ডে প্রায় ৬২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিলেট সিলেট সিটি কর্পোরেশন। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সিসিকের স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার সকালে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ওরিয়েন্টেশন পরিচালনা করেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নম্বও ওয়ার্ড কাউন্সিলর শান্তুনু দত্ত শন্তুু, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: আজাদুর রহমান আজাদ।
এবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ডে সিলেট সিটি কর্পোরেশনে ২৪৭ টি কেন্দ্রে ১১ জানুয়ারী সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ৪৯৪ জন স্বেচ্ছাসেবী সহ ৫৪জন সুপারভাইজার কাজ করবেন। এছাড়া ৫ জন অনলাইন রিপোর্টার মাঠে থাকবেন।
৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৩১০ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৫ হাজার ১০৭ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। বিজ্ঞপ্তি