ইসকন সিলেটে ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল উদ্বোধন

27
ইসকন সিলেটে ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শাবির ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ড. হিমাদ্রী শেখর রায়।

“তোমরা আদর্শ মানুষ হও, তোমাদের আদর্শে আলোকিত হোক পৃথিবী” এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে যাত্রা শুরু করল জাতীয় পাঠ্যক্রম ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল।
বুধবার (৮ জানুয়ারি) সকালে ইসকন যুগলটিলা মন্দির অভ্যন্তরে ছাত্রাবাসের পাশে স্কুলটি নির্মাণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিদ্যালয়ের উদ্বোধন করেন অতিথিরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে ও ইসকন সিলেটের সাধারণ সম্পাদক দেবামৃত নিতাই দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শাবিপ্রবির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. হিমাদ্রী শেখর রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী, সিকৃবির প্রফেসর ড. জিতেন্দ্র নাথ অধিকারী, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সিলেট সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়, ইসকন সিলেটের আইন বিভাগের পরিচালক নিধি কৃষ্ণ দাস, সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের যৌন ও চর্ম বিভাগের ডা. বিশ্বনাথ পাল, এনআরবি ব্যাংকের মেডিকেল শাখার ম্যানেজার নিখিলেশ দাস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধ মাধব দাস, ঈশান নিমাই দাস ব্রহ্মচারী প্রমুখ। বিজ্ঞপ্তি