প্রধানমন্ত্রীর সত্য ভাষণ বিএনপির গাত্রদাহের কারণ – ওবায়দুল কাদের

9

কাজিরবাজার ডেস্ক :
সরকারের এক বছর পূর্তিতে জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর সত্য ভাষণ বিএনপির গাত্রদাহের কারণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম এবং সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, ২০৩০ সালে ছয় মেট্রোরেলের পৌনে ২০০ কিলোমিটারের সব কাজ শেষ হলে ঢাকায় যানজটমুক্ত অনিন্দ্য সুন্দর এক দৃশ্যপট আমরা দেখতে পাব। আমরা সে লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশাকরি স্বপ্ন সফল হবে।
তিনি বলেন, আসলে প্রধানমন্ত্রী সত্য কথা বলেছেন, সত্য কথা বলার সৎ সাহস তার আছে। ভুলভ্রান্তি স্বীকার করার সৎ সাহস প্রধানমন্ত্রীর আছে। যেখানে অপরাধ হয়েছে তিনি সেখানে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতির আশা পূরণ হয়নি বিএনপির এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর ভাষণের সবকিছু এই পরিসরে বলা সম্ভব নয়। উনি যে বিষয়গুলো বলা দরকার, যেমন দুর্নীতি নিয়ে বলেছেন। সারা দুনিয়াতে দুর্নীতি আছে, আমাদের দেশেও আছে। প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতিবাজ যেই হোক যত শক্তিশালী হোক তাকে ছাড় দেয়া হবে না। এই যে অঙ্গীকার নিয়ে জাতির কাছে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান শুরু করেছেন সেটা অব্যাহত থাকবে। তিনি অঙ্গীকার করেছিলেন মানুষের হক যাতে কেউ কেড়ে নিতে না পারে, সেটা তিনি বাস্তবায়ন করে চলেছে। তিনি বলেছেন আমি আপনাদের হয়ে থাকতে চাই। তার মানে আপনাদের আশা আকাক্সক্ষার সঙ্গে আমি আছি। বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে আমার ওপর ভরসা রাখুন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী মুখরোচক প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন না, তার প্রধান লক্ষ্য তরুণদের কর্মসংস্থান এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ হচ্ছে। আমরা আমাদের যা করণীয় তা করে যাব, দেড় কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাজেই ভবিষ্যত সম্পর্কে প্রধানমন্ত্রী কিছু বলেননি, এটা ঠিক নয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে জড়িতকে গ্রেফতার করা হয়েছে। এখন হয়তো আরও কথা আসবে, এটার মোটিভ কী, তবে তা এখনও পুরোপুরি জানা যায়নি। এই মুহূর্তে স্বস্তির বিষয় হচ্ছে মূল ঘটনার সঙ্গে জড়িত সে গ্রেফতার হয়েছে।
রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেল প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন সড়ক পরিবহন মন্ত্রী বলেন, মেট্রোরেল প্রকল্পের উদ্বোধনের বিষয়টি আমি সবার সঙ্গে আলোচনা করেছি। যে কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে তাদের টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলেছি, সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই তারা যে সময় দিয়েছেন তার চেয়ে আমরা সময় আরও বাড়িয়েছি।