তেহরানে ১৮০ আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানের সবাই নিহত

20

কাজিরবাজার ডেস্ক :
ইরানের রাজধানী তেহরানে ১৮০ জন আরোহী নিয়ে বোয়িং ৭৩৭ মডেলের ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নিয়ে ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, কাউকে জীবিত খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বিমানটির ক্রুসহ সব আরোহী নিহত হয়েছেন।
ইতোমধ্যে ঘটনাস্থলে বেসামরিক বিমান চলাচল দফতরের তদন্ত টিম পাঠানো হয়েছে। এ ব্যাপারে আরও বিস্তারিত আমরা পরে জানাবো।
স্থানীয় সময় বুধবার সকালে ইমাম খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়। খবর সিএনএন ও আল জাজিরার।
ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে ইরানের বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয়।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএন জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।
এদিকে, ইরান-মার্কিন উত্তেজনার মধ্যে এ বিমান দুর্ঘটনাটি নতুন মাত্রা যোগ করেছে।