নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে কানাইঘাটে কৃষক সমাবেশ

4

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট কৃষি অফিসের উদ্যোগে উপজেলার বানীগ্রাম ইউপির কায়স্তগ্রামে গত সোমবার সকাল ১১টায় এক কৃষক সমাবেশের আয়োজন করা হয়। উক্ত মাঠ দিবস ও কৃষক সমাবেশে বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকার কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন পুষ্টি ও স্বাস্থ্যের জন্য নিরাপদ সবজি খাওয়া সকলের জন্য প্রয়োজন। বর্তমানে সবজি উৎপাদনে বাংলাদেশ বিশে^ তৃতীয় হলেও নিরাপদ সবজি উৎপাদনে অনেক পিছিয়ে আমরা রয়েছি। তাই নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের কে পরিবেশ বান্ধব কৌশলের উপর গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের অন্তর্ভূক্ত কানাইঘাট কায়স্তগ্রাম সবজি সমবায় সমিতির উৎপাদিত বিভিন্ন জাতের সবজি বিষমুক্ত হওয়ায় কায়স্থগ্রাম কে নিরাপদ সবজিগ্রাম হিসাবে গড়ে তোলার জন্য এখানকার কৃষকদের উপজেলা কৃষি অফিস সকল প্রকার প্রযুক্তি সার্বিক পরামর্শ ও সেবা প্রদান করে যাবে বলে তানভীর আহমদ সরকার তার বক্তব্যে উল্লেখ করেন। কৃষক সমাবেশে ১০ জন সবজি উৎপাদনকারী কৃষকদের মাঝে নিরাপদ সবজি উৎপাদনের উপকরন সেক ফেরোমন ফাঁদ, হলুদ আটালো ফাঁদ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সচিব সজীব সরকার, ব্রজবাসী দেবনাথ সহ মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।